1. sm.khakon0@gmail.com : udaytv :
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৫:০২ অপরাহ্ন

করোনা দূর্যোগে বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি
  • রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৮০ বার পড়া হয়েছে

করোনা দূর্যোগে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।

২২ আগস্ট রবিবার বিকালে বানিয়াচং উপজেলা সদরের বড়বাজার সাবরেজিষ্ট্রার অফিস রোড, শহীদ মিনার রোড, আদর্শবাজার ও নৌকাঘাট, গ্যানিংগঞ্জ বাজারসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ পয়েন্টে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন।

পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ী, সিএনজি ও মিশুক ড্রাইভারদের মাঝে অন্তত ৫শতাধিক মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজল, যুগ্ম-সম্পাদক মখলিছুর রহমান বাচ্ছু, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নাসিম,প্রেসক্লাবের অন্যতম সদস্য এস এম সাইফুল ইসলাম সেলিম, অর্থ-সম্পাদক উমর ফারুক শাবুল, প্রচার সম্পাদক এস এম খলিলুর রহমান রাজু, সদস্য খলিলুর রহমান ইমরান, আরিফুল রেজা প্রমুখ।

পথচারীকে মাস্ক পড়িয়ে দিচ্ছেন প্রেসক্লাব সভাপতি এস এম খোকন। পাশে রয়েছেন নেতৃবৃন্দ।

পরে বড়বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে চলতি মাসেই প্রেসক্লাব সদস্যদের নিয়ে আনন্দ ভ্রমনে যাওয়ার সিদ্ধান্ত হয়।

এসময় সভাপতির বক্তব্যে এস এম খোকন বলেছেন, মহামারী করোনা ভাইরাসের সংক্রমনের থেকে বাচঁতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশেষ করে ঘরথেকে বেরহলেই মাস্ক ব্যবহার করতে হবে। কেবল মাত্র স্বাস্থ্যবিধি মেনে চললেই মহামারী করোনা ভাইরাসের সংক্রমন থেকে বেঁচে থাক সম্বব হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD