হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের প্রয়াত সংসদ সদস্য শরীফ উদ্দিন আহমদের ২৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
৮ আগষ্ট বৃহস্পতিবার উপজেলা সদরের যাত্রাপাশা জামে মসজিদে স্থানীয় আওয়ামীলীগ ও অংগসংগঠনের আয়োজনে দুইদফা মিলাদ ও কবর জেয়ারতের মধ্যদিয়ে মৃত্যুদিবস পালিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন খাঁনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ ¡এডভোকেট আব্দুল মজিদ খাঁন, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম,
শরীফ উদ্দিন আহমেদের পুত্র সাবেক ছাত্র নেতা ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এনামূল হোসেন খান বাহার, আংগুর মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, শাহজাহান মিয়া, আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল,
সাবেক ছাত্র নেতা আনোয়ার হোসেন, যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, বানিয়াচং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফ সুহেল, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংঘঠনিক সম্পাদক মোশারফ হোসেন আরিফ বাপ্পিসহ অন্যরা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply