হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে পানিবন্দী লোকজনের মাঝে ভলান্টারি সার্ভিস টিম বানিয়াচংয়ের উদ্যোগে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
৩০ জুলাই বৃহস্পতিবার দিনব্যাপী বানিয়াচং উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেয়া লোকজনের মাঝে ভলান্টারি সার্ভিস টিম বানিয়াচংয়ের নেতৃবৃন্দ শুকনো খাবার বণ্টন করেন।
ভলান্টারি সার্ভিস টিম বানিয়াচং এর সভাপতি অধ্যক্ষ মাওলানা আবদাল হোসাইন খাঁনের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ মাওলানা মুবাশ্বির আহমদের পরিচালনায় খাদ্য সামগ্রী বণ্টন কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা ইমাম সমিতির সভাপতি ক্বাজী মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, ভলান্টারি সার্ভিস টিম বানিয়াচং এর সাংগঠনিক সম্পাদক মাওলানা জিয়ায়ুল হক খাঁন, অর্থ সম্পাদক মাওলানা মশিউর রহমান, মাওলানা আমীন উদ্দিন, মাওলানা মুফতি মুবাশ্বির আহমদ খাঁনসহ অন্যরা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply