1. sm.khakon0@gmail.com : udaytv :
সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে বন্যা কবলিত মানুষের মাঝে উপজেলা চেয়ারম্যানের ঈদ সামগ্রী ও শকনো খাবার বিতরণ

Reporter Name
  • রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ২৪২ বার পড়া হয়েছে

এস এম খোকন ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে বন্যা কবলিত পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী ও শুকনো খাবার বিতরন করেছেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।

২৬ জুলাই সোমবার বানিয়াচং উপজেলার আলমপুর সপ্রাবি,উজির পুর সপ্রাবি, বনমথুরা সপ্রাবি, বাসিয়াপাড়া মাদ্রাসা, মজলিশপুর সপ্রাবি, মীর মহল্লা সপ্রাবি, তুষার স্মৃতি সপ্রাবি, বুরুজপাড়া সপ্রাবি, প্রথম রেখ সপ্রাবি, তে আশ্রয় নেওয়া অসহায়, দরিদ্র, হতদরিদ্র বন্যাদূর্গত ১শত ৫০ পরিবারের লোকজনের মাঝে এসব খাদ্য সামগ্রী বণ্ঠন করেন।

এব্যাপারে বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেন আমার পরিবারের পক্ষ থেকে বন্যাদূর্গত ১৫০পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছি।ইনশাআল্লাহ আরও যে গুলো আশ্রয় কেন্দ্রে অসহায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ আশ্রয় নিয়েছে পর্যায়ক্রমে ত্রাণ দিয়ে যাব, আমি তাদের পাশে আছি,পাশে থাকব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD