হবিগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করেছে।
২১ জুলাই সোমবার বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বানিয়াচং থানা এলাকায় অভিযান পরিচালনা করে একাধীক ডাকাতি মামলার আসামী বানিয়াচং উপজেলার সাগরদিঘীর পশ্চিম পাড় গ্রামের নজরুল ইসলামের পুত্র হৃদয় মিয়া (২০) ও উজিরপুর গ্রামের মৃত আলতাব হোসেনের পুত্র মাহবুবুর রহমান (কুটি মিয়া) (৩৫) কে গ্রেফতার করে।
এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন,পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম স্যারের দিকনির্দেশনায় আমিসহ এসআই(নিঃ) শিমুল রায়, এসআই(নিঃ) মোঃ আব্দুস ছত্তার, এএসআই(নিঃ) সামছুদ্দিন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদের গ্রেফতার করেছি।
অপরাধীদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। বানিয়াচংকে অপরাধ মুক্ত করতে সকলের সহযোগীতা প্রয়োজন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply