হবিগঞ্জ প্রতিনিধি ॥ মহামান্য রাষ্ট্রপতির ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আব্দুল হাই’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খাঁন।
এক শোকবার্তায় এমপি আব্দুল মজিদ খাঁন বলেছেন, মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট মোঃ আব্দুল হামিদ মহোদয়ের সহকারী একান্ত সচিব হিসেবে উনার কাছে থেকে সততা ও দক্ষতার সাথে আব্দুল হাই সাহেব মানুষের কল্যাণে দীর্ঘদিন কাজ করেছেন।
তিনি মুক্তিযুদ্ধা আব্দুল হক সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক ছিলেন। দেশ স্বাধীনের জন্য তিনি নিজ হাতে অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি অত্যন্ত ভাল মানুষ ছিলেন। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন ভাল মানুষ হারালো।
এমপি আব্দুল মজিদ খান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মোঃ আব্দুল হাই সাহেব সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাত ১.০০ ঘটিকার সময় মৃত্যুবরণ করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) তার মৃত্যুতে দেশ ও জাতি একজন ভাল মানুষ হারালো।
মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি আল্লাহ্ তা আলা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন আমিন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply