এস এম খোকন ॥ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের সলোরী, রাহেলা ও কামালপুর এলাকায় পানিবন্দী ও ভাঙ্গণের ফলে ক্ষতিগ্রস্থ লোকজনের খোজ নিতে ত্রাণ কার্যক্রমের তদারকিতে দিনব্যাপী এলাকা পরিদর্শন করেছেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোঃ মতিউর রহমান খান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান, প্রজেক্ট ইমপ্লিমেন্ট অফিসার মোহাম্মদ আলী, সমাজ সেবা অফিসার নাজমুল হাসান এবং ইউপি সদস্যবৃন্দ।
এছাড়া স্থানীয় ফ্লাড সেন্টারগুলোর অবস্থাও সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। পানিবন্দী ও ভাঙ্গণের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত সকল পরিবার যাতে সঠিকভাবে ত্রাণ সহায়তা কার্যক্রমের আওতায় আসে সেজন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply