1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon0@gmail.com : udaytv :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে দিনমজুর জেলেকে ইউএনও’র নৌকা প্রদান

Reporter Name
  • শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৩৯৩ বার পড়া হয়েছে

এস এম খোকন॥ করোনা দূর্যোগে বানিয়াচংয়ে হতদরিদ্র তাবেদুর রহমান (৪৫) নামে এক দিনমজুর জেলেকে নৌকা প্রদান করেছেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।

সে বানিয়াচং উপজেলার ২নং উত্তর পশ্চিম ইউপির কুতুব খানী গ্রামের বাসিন্দা । টিনদিয়ে নৌকা বানিয়ে জীবন সংগ্রামে স্থানীয় হাওরে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন।

এমন একটি সংবাদ অনলাইন নিউট পোর্টালের মাধ্যমে জানতে পেরে ৮ ঘন্টার ব্যবধানে জেলেকে উপজেলা পরিষদে ডেকে এনে ১১ জুলাই একটি নৌকা প্রদান করাসহ নৌকা রং করার জন্য নগদ ১০০০ টাকা চলমান মানবিক সহায়তা কার্যক্রম অনুযায়ী ১০ কেজি চাল এবং তার সন্তানদের জন্য ১ কেজি গুড়া দুধ প্রদান করা হয়।

এব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, একটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদটি দেখার পরেই দ্রুত দিনমজুর জেলেকে ডেকে এনে নৌকা প্রদান করাসহ ত্রাণের চাল ও তার শিশুদের জন্য গুড়ো দুধ দিয়েছি।

তিনি বলেন জনসেবায় প্রশাসন এধরনের কার্যক্রম আমার পক্ষথেকে সবসময় অব্যাহত থাকবে। এধরনে মানবিক সংবাদ প্রকাশ করায় অনলাইন নিউজ পোর্টালসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

Designed by: Sylhet Host BD