হবিগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। ০৭ জুলাই মঙ্গলবার সন্ধায় বড়বাজারস্থ বানিয়াচং উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এস এম খোকন।
সাধারন সম্পাদক কামরুল হাসান কাজলের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা ইমাম সমিতির সভাপতি ও প্রেসক্লাবের উপদেষ্ঠা ক্বাজী মাওলানা আতাউর রহমান, সাংবাদিক ইয়াসিন আরাফাত মিল্টন, সাইফুল ইসলাম সেলিম, জহিরুল ইসলাম নাসিম, উমর ফারুক শাবুল, আবুল কাশেম,খলিলুর রহমান, আরিফুল রেজা, শেখ হুমায়ুন আহমদ, রিয়াদ আল আসাদ, শাহিন মিয়া, ইমরান প্রমুখ।
সভায় দীর্ঘ আলোচনা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে প্রেসক্লাবের উদ্যোগে নৌবিহারে যাওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত হাফেজ সিদ্দিক আহমদ’র রূহের মাগফেরাত কামনা ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবি মনসুর উদ্দিন আহমদ ইকাল, বানিয়াচং প্রেসক্লাবের বর্তমান যুগ্ম সম্পাদক এমদাদুল হক ও সদস্য মখলিছুর রহমান বাচ্ছুর সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপদেষ্টা মাওলানা আতাউর রহমান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply