এস এম খোকন ॥ ভলান্টারী সার্ভিস টিম বানিয়াচংয়ের উদ্যোগে স্থানীয়ভাবে স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য অক্সিজেন সিলিন্ডার ক্রয় করার সিদ্দান্ত গ্রহন করা হয়েছে। করোনা দুর্যোগে সার্ভিস টিমের সকল সদস্যসহ স্থানীয়ভাবে টাকা সংগ্রহ করে অক্সিজেন সিলিন্ডার ক্রয়ের সিদ্ধান্ত নেয়।
০৫ জুলাই রবিবার সকালে ভলান্টারী সার্ভিস টিম বানিয়াচং এর সভাপতি অধ্যক্ষ মাওলানা আবদাল হোসাইন খাঁন স্থানীয়ভাবে টাকা সংগ্রহ করে অক্সিজেন সিলিন্ডার ক্রয়ের বিষয়টি অবগত করলে সহযোগিতার আশ্বাস দেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা ইমমি সমিতির সভাপতি ও বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ক¦াজী মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, শায়েখ মাওলানা মখলিছুর রহমান, আওয়ামীলীগ নেতা আনুয়ার হোসেন, সেক্রেটারি হাফেজ মাওলানা মুবাশ্বির আহমদ, বড়বাজার ব্যবসায়ী কল্যান সমিতির যুগ্ম সম্পাদক ও সাংবাদিক সাইফুল ইসলাম সেলিম, মাওলানা আবুল আহমদ প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply