চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে আরো ৩২জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে চাঁদপুর সদরের ১০জন, ফরিদগঞ্জের ৯জন, মতলব দক্ষিণের ৪জন, হাজীগঞ্জের ৪জন, কচুয়ার ৩জন, শাহরাস্তির ২জন।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৩৫। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, শনিবার (৪ জুলাই) ১২০টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩২টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকীগুলো নেগেটিভ।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১০৩৫জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : সদরে ৪১৪জন, মতলব দক্ষিণে ১১৩জন, ফরিদগঞ্জে ১১০জন, শাহরাস্তিতে ১০৫জন, হাজীগঞ্জে ১০১জন, হাইমচরে ৭৭জন, মতলব উত্তরে ৭০জন ও কচুয়ায় ৪৬জন।
জেলায় মোট ৬২জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : সদরে ১৮জন, হাজীগঞ্জে ১৬জন, মতলব উত্তরে ৮জন, ফরিদগঞ্জে ৭জন, কচুয়ায় ৫জন, শাহরাস্তিতে ৪জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply