মতিয়ার চৌধুরী,লন্ডনঃ ব্রিটেনের বর্ষসেরা চিকিৎসক (জিপি অব দ্য ইয়ার) মনোনীত হলেন বাঙ্গালী ফারজানা হুসেইন। জাতীয় স্বাস্থ্য বিষয়ক সেবা সংস্থা (এন-এইচ-এস)তাকে এই সম্মাননা প্রদান করে।
ইষ্টলন্ডনের নিউহ্যামের বাসিন্দা ফারজানা হুসেইন গেল ১৮ বছর ধরে স্থানীয় পর্যায়ে শ্রেষ্ট চিকিৎসকের খেতাব পেয়ে আসলেও এবারেই তিনি জাতীয় পর্যায়ে জিপি বা বর্ষসেরা চিকিৎসক মনোনীত হলেন। বারার সেরা চিকিৎসককে সম্মান জানাতে ডাক্তার ফারজানার ছবিসহ রাস্তায় বিলবোর্ডে টানিয়েছে স্থানীয় কাউন্সিল।
ফারজানা হুসেইন টানা তিন বছর নিউহ্যামে স্থানীয় চিকিৎসা কমিটিতে ছিলেন। সেইসঙ্গে নিউহ্যামের জেনারেল প্র্যাকটিস ফেডারেশন বোর্ড এর ডিরেক্টরের দায়িত্বও পালন করে আসছেন।
এছাড়াও তিনি ব্রিটেনের এনএপিসি কাউন্সিলের সদস্য। তিনি প্রাথমিক কেয়ার নেটওয়ার্কের জন্য একজন ক্লিনিক্যাল পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন। ১৯৭০ সালে স্কলারশিপ নিয়ে ব্রিটেনে চিকিৎসা বিজ্ঞানে পড়াশুনা করতে আসেন ফারজানা।এরপর থেকে তাদের পরিবার এখানেই বসবাস করে আসছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply