1. sm.khakon0@gmail.com : udaytv :
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

চাঁদপুরে আরো ৩১জনের রিপোর্ট করোনা পজেটিভ : আক্রান্তের সংখ্যা ৯শ’ ছাড়ালো

Reporter Name
  • বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৩৪৪ বার পড়া হয়েছে

মোরশেদ আলম,চাঁদপুর : চাঁদপুরে বুধবার আরো ৩১জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে সদরের ১৪জন, মতলব উত্তরের ৩জন, মতলব দক্ষিণের ২জন, ফরিদগঞ্জের ৫জন, হাজীগঞ্জের ১জন, কচুয়ার ৩জন, হাইমচরের ২জন ও শাহরাস্তির ১জন।

চাঁদপুর সদরের নতুন করোনা শনাক্তকৃতদের মধ্যে শহরের মমিনপাড়া এলাকার উপসর্গে মৃত আমানুল্লাহ (৭২)।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৫। এর মধ্যে মৃতের সংখ্যা ৫৮জন। সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, বুধবার দুপুরে ১৩২টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩১টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকীগুলো নেগেটিভ।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৯০৫জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : সদরে ৩৪৩জন, শাহরাস্তিতে ১০১জন, মতলব দক্ষিণে ৯৮জন, হাজীগঞ্জে ৯১জন, ফরিদগঞ্জে ৮৯জন, হাইমচরে ৭২জন, মতলব উত্তরে ৬৮জন ও কচুয়ায় ৪৩জন।

জেলায় মোট ৫৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : হাজীগঞ্জে ১৬জন, চাঁদপুর সদরে ১৬জন, মতলব উত্তরে ৮জন, ফরিদগঞ্জে ৭জন, কচুয়ায় ৫জন, শাহরাস্তিতে ৪জন ও মতলব দক্ষিণে ২জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD