হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের আনোয়ারপুর বাইপাস সড়ক এজেআর ট্র্যান্সপোর্ট থেকে ১ লাখ ৪ হাজার নকল আকিজ বিড়ি কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের একটি টিম। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিড়ি আটক করা হয়।
রাজস্ব কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে অসাধু ব্যবসায়ীরা কুষ্টিয়া থেকে নকল আকিজ বিড়ি এনে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিক্রি করছে। এর ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
অন্য দিকে সরকার প্রতি বছর বিপুল পরিমান কর প্রদানকারী আসল আকিজ বিড়ি কোম্পানী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যবসায়ীদের নকল বিড়ি ক্রয় করা থেকে সতর্ক থাকার জন্য তিনি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ অফিসের ভ্যাট কমিশনের উপ-কমিশন মুহম্মদ ছৈয়দুল আলম, রাজস্ব কর্মকর্তা শামসাদ ইসলাম, সাইদুর রহমান ও আকিজ বিড়ি কোম্পানীর এরিয়া ম্যানেজার মোঃ আতিকুর রহমান প্রমূখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply