চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে স্বামীর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে গৃহবধুরকে একেক করে ৬ জনে পালাক্রমে ধর্ষণে ঘটনায় জড়িত ৬ ধর্ষকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষিতা গৃহবধুকে চাঁদপুর জেনারেল হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
রোববার(২১ জুন) ভোররাতে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীবেষ্টিত রাজরাজেশ্বর ইউনিয়নের দুর্গম চর লক্ষীরচরে এক গৃহবধু সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনার পর দুইদিন ধরে অবরুদ্ধ ছিলেন ধর্ষিতার পরিবার। পরে তারা চর থেকে কৌশলে পালিয়ে জেলা শহরে এসে ঘটনায় জড়িত একই এলাকার ফিরোজ (২২), সবুজ (২৫), বাবু (২৩), মোস্তফা (২১) এবং মুখোশপড়া আরো ২ জনসহ মোট ৬ ধর্ষকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। পরে পুলিশের সহযোগিতায় চাঁদপুর জেনারেল হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে নির্যাতিতাকে ভর্তি করা হয়।
চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী জানান, থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্তদের ধরতে পুলিশের তৎপরতা চালাচ্ছে। মামলাটি তদন্ত এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য সদর মডেল থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply