চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে চাঁদপুর সদরে ২জন ও হাজীগঞ্জে ১ জন মারা যান।
গত ২৪ ঘন্টায় শহরের রহমতপুর আবাসিক কলোনির বাসিন্দা মো. আবু তাহের পাটোয়ারী (৭০), চাঁদপুর পৌরসভার কর্মচারী আবদুল লতিফ হাওলাদার (৬৫) ও হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের মো. ফজলুল হক হাওলাদার (৯০) উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা যান।
এদিকে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বুধবার সকালে ৬৯ জনের রিপোর্ট আসে এর মধ্যে করোনা পজিটিভ ৩২ জন।
এর মধ্যে সদর ১৩ জন, শাহরাস্তি ১৭ জন ও হাইমচরে ২ জন।
সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্ল্যা জানান, জেলায় ৬৫২ জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে; সদরে ২৬৭জন, মতলব দক্ষিণে ৭৪জন, শাহরাস্তিতে ৮৪ জন, হাজীগঞ্জে ৬৬জন, ফরিদগঞ্জে ৬৩জন, হাইমচরে ৩৬জন, কচুয়া ২৯জন এবং মতলব উত্তরে ৩৩জন
Designed by: Sylhet Host BD
Leave a Reply