1. sm.khakon0@gmail.com : udaytv :
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন

চাঁদপুরে করোনাকালে ৩ মাসের মোবাইল কোর্টে ২০৫৭ মামলা

Reporter Name
  • রবিবার, ২১ জুন, ২০২০
  • ৩৫৩ বার পড়া হয়েছে

চাঁদপুর প্রতিনিধি : করোনাকালে চাঁদপুরে তিন মাসের মোবাইল কোর্টে দুই সহ¯্রাধিক মামলা হয়েছে। ১৯ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত এসব মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে পুরো জেলায়।

শুক্রবার রাতে চাঁদপুর জেলা প্রশাসনের এক তথ্য বিবরণীতে জানানো হয়, জেলায় সকল উপজেলার ইউএনও, এসি (ল্যান্ড) এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ গত তিন মাসব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন।

এসব অভিযানের মাধ্যমে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে অযথা বাসা থেকে বের হওয়া, গণজমায়েত করা, নিরাপদ দূরত্ব বজায় না রাখার অপরাধে ১৯৩৬টি মামলায় ১৯৩৬ জন ব্যক্তিকে মোট ২২ লাখ ৩০ হাজার ২৪০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রমে ১২১ টি মামলায় ১২১ জনকে ১০ লাখ ৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। সর্বমোট ২০৫৭টি মামলায় ২০৫৭ জনকে ৩২ লাখ ৩৭ হাজার ৪০ টাকা জরিমানা করে আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে পুলিশ, সেনাবাহিনী, আনসার, জেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ, স্বেচ্ছাসেবীবৃন্দ সহায়তা করেন।
জুডিশিয়াল মুন্সিখানা শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম জানান, কেরোনা ভাইরাস সংক্রমণরোধের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD