চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এবং শহরের প্রিমিয়ার প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গে আরো ২জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।
সফিকুল ইসলাম সাইফুল (৬৫) নামের এক ব্যক্তি শুক্রবার দুপুর দেড়টার দিকে চাঁদপুর শহরের প্রিমিয়ার হাসপাতালে মারা গেছেন। তার বাসা ট্রাকঘাটস্থ ম্যাচ ফ্যাক্টরি সংলগ্ন। এ দিন সকালে জ্বর নিয়ে প্রিমিয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। সফিকুল ইসলাম রহমতপুর আবাসিক এলাকা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় পৌর কাউন্সিলর ডিএম শাহজাহান জানান, ধারণা করা হচ্ছে করোনার উপসর্গ নিয়েই তিনি মারা গেছেন। তাই বিশেষ ব্যবস্থায় দাফনের প্রস্তুতি চলছে। সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তাকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গে আরো ১জন মারা গেছেন। মৃতের নাম দেলোয়ার হোসেন (৭০)। ফরিদগঞ্জের খাজুরিয়া এলাকার ওই বৃদ্ধ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সদর হাসপাতালে এসে ভর্তি হন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply