উদয় টিভি ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ সরকারের তথ্য কমিশনের বিদায়ী সচিব মোহাম্মদ মহিবুল হোসাইনকে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগর শাখার সভাপতি নিযুক্ত করা হয়েছে।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী’র স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোহাম্মদ মহিবুল হোসাইনকে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগর শাখার সভাপতি নিযুক্ত করা হয়।
মোহাম্মদ মহিবুল হোসাইন জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন গুরত্বপূর্ণ দফতরে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি তথ্য কমিশনের সচিব থেকে অবসরে আসেন।
মোহাম্মদ মহিবুল হোসাইন’র নেতৃত্বে ঢাকা মহানগর শাখার সকল কার্যক্রম আরও বেগবান হওয়ার আশা ব্যক্ত করেছেন মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী।
এছাড়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’র কেন্দ্রিয় কমিটির নেতুবৃন্দসহ দেশের সকল স্তরের নেকাকর্মী অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply