মতিয়ার চৌধুরী,লন্ডনঃ আজ পার্লামেন্টে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষে বেরিয়ে যাওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের গাড়ি বহর কুর্দি বিক্ষেভ কারীদের কবলে পড়ে দূর্ঘটনার শিকার হয়েছে।
সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রীর গাড়ি বহরের দিকে এক প্রতিবাদকারী ছুটে আসলে গাড়িটি হঠাৎ ব্রেক করতে বাধ্য হন চালক । এতে প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে নিরাপত্তায় নিয়োজিত এসকটিং গাড়িটি প্রধানমন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয় । ফলে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ির পেছনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্থ হয় ।
জানাগেছে বিক্ষোভকারীরা কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে তুরসস্ক সরকারের পদক্ষেপ নিয়ে হাউজ অব কমন্সের অদূরে প্রতিবাদ করে আসছিল। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নম্বর ডাউনিং স্টীট জানিয়েছে ,প্রধানমন্ত্রী বরিস জনসন দূর্ঘটনার সময় গাড়িতে ছিলেন এবং তিনি অক্ষত আছেন । এছাড়া মেট পুলিশ জানিয়েছে তারা কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply