1. sm.khakon0@gmail.com : udaytv :
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

চাঁদপুরে করোনায় আক্রান্ত ৫শ’ ছাড়ালো : নতুন শনাক্ত ৩০জনের মধ্যে মৃত ২

Reporter Name
  • বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৩৮১ বার পড়া হয়েছে

মোরশেদ আলম,চাঁদপুর : চাঁদপুরে আরো ৩০জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত ২জন। নতুন শনাক্তসহ জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫শ’ ছাড়ালো। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে বুধবার দুপুরে এ তথ্য জানানো হয়।

নতুন আক্রান্তদের মধ্যে মতলব আইসিডিডিআরবি’র ৬জন, সদরের ১৯ জন, ফরিদগঞ্জের ৪ জন ও হাজীগঞ্জের ১
জন রয়েছেন। এর মধ্যে ফরিদগঞ্জের মৃত আজিজ মোল্লা (৬৫) ও সদরের মৃত মফিজুল ইসলাম (৬৫) রয়েছেন।
এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫০৮।

আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪১জনে।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৫০৮জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : সদরে ১৮১ জন, শাহরাস্তিতে ৬৩ জন, ফরিদগঞ্জে ৬১ জন, হাজীগঞ্জে ৫৯ জন, মতলব দক্ষিণে ৫০ জন, হাইমচরে ৩৩ জন, কচুয়ায় ২৮ জন ও মতলব উত্তরে ২৭ জন।

এছাড়া জেলায় মোট ৪১ জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : সদরে ১২জন, হাজীগঞ্জে ১২ জন, ফরিদগঞ্জে ৫ জন, কচুয়ায় ৪ জন, মতলব উত্তরে ৪ জন, শাহরাস্তিতে ৩ জন ও মতলব দক্ষিণে ১জন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বুধবার ওই অফিসে ঢাকা থেকে ৯০টি নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। এর মধ্যে ২৪ টি রিপোর্ট করোনা পজেটিভ। এছাড়া মতলব আইসিডিডিআরবি থেকে তাদের মহাখালীস্থ প্রধান কেন্দ্রে পাঠানো নমুনা টেস্টে আরো ৬ জনের রিপোর্ট করেনাা পজেটিভ এসেছে। নমুনা প্রথকভাবে পাঠালেও জেলায় অবস্থানের কারণে তারাও চাঁদপুরের আক্রান্ত রোগীদের সাথে অন্তর্ভুক্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD