মতিয়ার চৌধুরী,লন্ডন: ব্রিটিশ ওষুধ কোম্পেনী আস্ট্রাজেনেকা‘র করোনা টিকা প্রায় এক বছরের জন্য এ ভাইরাস থেকে সুরক্ষা দেবে।
মঙ্গলবার বেলজিয়ান রেডিও স্টেশন-এর সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান সিইও পাস্কাল সরিওট।
পাস্কাল সরিওট বলেন, তার প্রতিষ্ঠান ইতোমধ্যেই অক্সফোর্ড ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের উদ্ভাবিত করোনা টিকার হিউম্যান ট্রায়াল শুরু করেছে।
ব্রিটেনে শীগ্রই এর প্রথম পর্বের ট্রায়াল শেষ হবে। তিনি বলেন, আগামী আগস্ট বা সেপ্টেম্বরে নাগাদ ক্লিনিক্যাল ট্রায়ালের ফল পাওয়া যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবর নাগাদ এই টিকা বাজারে সরবরাহ করা সম্ভব হবে।
তিনি জোর দিয়ে বলেন আমরা মনে করি, এটি প্রায় বছরখানেক ধরে সুরক্ষা দেবে। আস্ট্রাজেনেকা‘র এ টিকার ৪০ কোটি ডোজ প্রি-অর্ডার করতে ইতোমধ্যেই প্রতিষ্ঠানটির সঙ্গে প্রাথমিক চুক্তিতে উপনীত হয়েছে ইউরোপের চারটি দেশ।
দেশগুলো হচ্ছে জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস। চার দেশের জোট ইনক্লুসিভ ভ্যাকসিন অ্যালায়েন্স (আইভিএ) সঙ্গে চুক্তিতে উপনীত হয়েছে আস্ট্রাজেনেকা।
চুক্তি অনুযায়ী, এ টিকা ইউরোপে সরবরাহের কাজে সহায়তা দেবে আইভিএ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply