চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত শনাক্ত হওয়ার পর দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটলো। এর আগে চাঁদপুর শহরের গুণরাজদী এলাকায় করোনায় শনাক্তকৃত এক ব্যক্তি মারা যান। এছাড়া চাঁদপুরের ৩৮জন মৃতের বাকী ৩৬জনের মৃত্যুর পর জানা গেছে তারা করোনায় আক্রান্ত ছিলেন।
মতলব উত্তর উপজেলার ইসলামবাদ ইউনিয়নের সাতবারিয়া এলাকার শাহিনুর বেগম (৫০) এর গত ১৩ জুন করোনা রিপোর্টে পজেটিভ আসে। সোমবার বিকেলে অবশেষে করোনার কাছে হেরে শাহিনুর বেগম (৫০) মৃত্যুবরণ করেন। সোমবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুশরাত জাহান মিথেন বিষয়টি নিশ্চিত করেছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply