চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর জেলায় নতুন করে আরো ১৫ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪৮১জনে।
সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
আজ জেলায় আক্রান্তদের মধ্যে হাইমচর একজন পুলিশ, ফরিদগঞ্জ ৩, শাহরাস্তি ১, মতলব দক্ষিণ ২, মতলব উত্তর ২।
এর বাইরে মতলব আইসিডিআরবিতে
৬ জন পজিটিভ রয়েছে।
চাঁদপুর সিভিল সার্জন শাখাওয়াত উল্লাহ জানান, মঙ্গলবার ১৬ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৫ টি করোনা পজেটিভ। নতুন ১৫ জনসহ জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮১জন।
এর মধ্যে মতলব আইসিডিআরবিতে
৬ জন পজিটিভ।
সবসহ আজকে মোট পজিটিভ
৯+৬=১৫ জন।
Leave a Reply