চাঁদপুর প্রতিনিধি: যাত্রী সঙ্কটে চাঁদপুর-ঢাকা নৌ-পথে ১০টি লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ধারণ ক্ষমতার চারভাগের একভাগ যাত্রীও মিলছে না লঞ্চ গুলোতে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে চাঁদপুর-ঢাকা নৌ-পথের লঞ্চ চলাচল বন্ধ হয়ে যেতে পারে।
লঞ্চ ঘাটের একাধিক সূত্র জানায়, যাত্রী সঙ্কটে রফ রফ কোম্পানীর ৩টি , সোনার তরীর ২টি , ময়ূর কোম্পানীর ২টি , জম জম কোম্পানীর ১টি, তাকোয়া ও মিতালি ৭ নামক লঞ্চসহ ১০টি লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটি এর পরিবহন পরিদর্শক মাহতাব জানান, ঢাকা থেকে যে সব লঞ্চ চাঁদপুর ঘাটে আসে, সেগুলোই আবার ছেড়ে যাচ্ছে। যাত্রী কম হওয়ায় মালিক পক্ষের লোকসান গুণতে হচ্ছে।
রফ রফ লঞ্চ কোম্পানীর মালিক পক্ষের প্রতিনিধি ইউসুফ আলী বেপারী জানান, করোনা মহামারীতে যাত্রী না পেয়ে ইতিমধ্যে ১০টির মতো লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এভাবে যাত্রী সঙ্কট দেখা দিলে চাঁদপুর-ঢাকা নৌ-পথে যে কোনো সময় লঞ্চ চলাচল বন্ধ হয়ে যেতে পারে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply