1. sm.khakon0@gmail.com : udaytv :
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন

বাগাতিপাড়ায় স্কুল শিক্ষার্থী অপহরণ,আটক ২ জন

Reporter Name
  • শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৪১২ বার পড়া হয়েছে
সুলতানুল আরিফিন কাজল, নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় সদ্য এসএসসি পরিক্ষায় উর্ত্তীন্ন হওয়া এক শিক্ষার্থীকে অপহরনের অভিযোগ পাওয়া গেছে।
গত ৬জুন সকালে এই অপহরনের ঘটনা ঘটে। তবে গত ১১ জুন দিনগত রাতে শিক্ষার্থীর পিতা বাদী হয়ে বাগাতিপাড়া থানায় একটি মামলা দায়ের করলে অভিযুক্ত দুই জনকে আটক করে থানা পুলিশ।
দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী স্কুলে যাওয়া আসার পথে নাটোর সদর উপজেলার চন্দনপুর গ্রামের রহমানের ছেলে মোঃ আলামিন (২২) প্রেম ভালবাসা সহ বিভিন্ন কূ-প্রস্তাব দিতো। আলামিনের কুপ্রস্তাবে শিক্ষার্থী রাজি না হলে তাকে অপহরন করার হুমকি দিতো। বিষয়টি শিক্ষার্থী তার পিতাকে জানালে অলামিনের পরিবারকে বিষয়টি অবগত করে শিক্ষার্থীর পিতা।
গত ৬ জুন সকালে ওই শিক্ষার্থী স্থানীয় তমালতলা বাজারে যাওয়ার পথে তমালতলা টেকনিক্যাল বিএম ইনস্টিটিউট এর পাশে রাস্তার উপর থেকে আলামিন সহ অন্যান্য আসামীদের সহায়তায় সিএনজিতে জোর পূর্বক তুলে অপহরন করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এঘটনায় গত ১১ জুন দিনগত রাতে শিক্ষার্থীর পিতা বাদী হয়ে বাগাতিপাড়া থানায় একটি মামলা দায়ের করলে ওই রাতেই মামলায় অভিযুক্ত দুইজন আসামীকে আটক করে থানা পুলিশ।
আটককৃতরা হলেন আলামিনের বোন কাকলী (৩৪) ও দুলাভাই আহাদ আলি (৩৮)।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, শিক্ষার্থীর পিতার লিখিত অভিযোগ মামলা হিসেবে গ্রহন করে অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের ১২ জুন সকালে নাটোর জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং এব্যাপারে তদন্ত অব্যহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD