এস এম খোকন ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরন করেছেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
১১ জুন বৃহস্পতিবার উপজেলার ৪শ ৪৬টি মসজিদের মোতাওয়াল্লীদের হাতে ইমাম ও মোয়াজ্জিনের জন্য প্রধানমন্ত্রীর অনুদান হিসাবে বানিয়াচং উপজেলা পরিষদ মাঠে ৫হাজার টাকা করে চেক বিতরণ অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি ক্বাজী মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, কালের কণ্ঠ প্রতিনিধি মোশাহেদ মিয়া, সময় টিভির স্পেন প্রতিনিধি সাইফুল আমিনসহ অন্যরা।
বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেছেন মাননীয় প্রধান মন্ত্রীর অনুদান হিসাবে ইমাম ও মোয়াজ্জিনদের মধ্যে বণ্ঠনের জন্য মোতাওয়াল্লীদের মধ্যে চেক বিতরণ করা হচ্ছে। এই টাকা মসজিদের খতিব,ইমাম ও মোয়াজ্জিনের বাহিরে কাউকেই দেওয়া যাবেনা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply