চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুরে করোনা সংক্রমণের পর থেকে ১০ জুন পর্যন্ত সারা জেলায় ২২জন পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১২জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ১০জন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে ১জন ওসি, ৯ জন এসআই, ১জন এএসআই ও ১১জন কনস্টেবল রয়েছেন। করোনা শনাক্ত হওয়া একমাত্র ওসি হাইমচর থানায় কর্মরত।
থানা ভিত্তিক আক্রান্তের সংখ্যা : চাঁদপুর সদর মডেল থানার ৮জন, হাইমচর থানার ৪জন, পুলিশ লাইন্সের ৪জন, কচুয়া থানার ২জন, শাহরাস্তি মডেল থানার ২জন, সদর ট্রাফিকের ১জন, চাঁদপুর জেলা পুলিশ হতে নৌ-পুলিশের প্রেষণে কর্মরত ১জন। ১০ জুন পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২৯০জন।
উল্লেখ্য, চাঁদপুর জেলায় করোনা শনাক্তকৃত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তা-সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply