চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুরে আরো ৭জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কচুয়া ২ জন, শাহরাস্তি ৪ জন ও হাজীগঞ্জ ১ জন রয়েছেন।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, বুধবার সকালে ৫৩টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৭টি পজেটিভ, ৪৬টি নেগেটিভ।
সূত্র মতে, চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৯০জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৩৭জন, ফরিদগঞ্জে ৪৪জন, হাজীগঞ্জে ২৩জন, মতলব দক্ষিণে ২২জন, শাহরাস্তিতে ২৩ জন, কচুয়ায় ১৮জন, মতলব উত্তরে ১৩জন ও হাইমচরে ১০জন।
এছাড়া জেলায় মোট ২৩জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৮জন, কচুয়ায় ৪জন, ফরিদগঞ্জে ৪জন, হাজীগঞ্জে ৪জন, মতলব উত্তরে ২জন ও শাহরাস্তিতে ১জন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply