মোরশেদ আলম, চাঁদপুর ॥ চাঁদপুর জেলা পুলিশকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছেন পুলিশ সুপার মাহবুবুর রহমান । বিশেষ করে ২বছরের অধিক সময়ে যারা একই পদে চাকুরী করছেন তাদেরকেই বদলীর তালিকায় আনা হচ্ছে ।
জেলা পুলিশের প্রতিটি জায়গায় এই তালিকা করা হচ্ছে । জেলা পুলিশ সুপার কার্যালয় ও ৮টি থানায় একেইভাবে বদলীর তালিকায় আসছে । এরই অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের( ডিবি )পুলিশের ২৯ জনকে একযোগে বদলী করা হয়েছে । এর মধ্যে ৬ জন এসআই , ৫ জন এএসআই ও ১৮ জন কনষ্টেবল রয়েছেন । হঠাৎ এধরণের বদলীতে জেলা পুলিশ বিভাগে প্রতিটি সেক্টরে আতংক বিরাজ করছে ।
চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, ডিবিতে বেশ কজন এসআই, এএসআই ও কনস্টেবলকে বদলী করা হয়েছে । বিশেষ করে যাদের ডিবিতে ২ বছরের বেশী তাদেরকে বদলী করা হয়েছে । আর যাদের মেয়াদ শেষ হয়েছে তাদেরকেও বদলী করা হয়েছে । জেলা পুলিশের অন্যান্য জায়গায়ও ধারাবাহিকভাবে বদলীর মাধ্যমে জেলা পুলিশের প্রতিটি সেক্টরকে ঢেলে সাজানো হচ্ছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply