1. sm.khakon0@gmail.com : udaytv :
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

করোনায় চাঁদপুরের ব্যবসায়ীরা মাক্স ও গ্লাভস ব্যবসায় ঝুকছে

Reporter Name
  • বুধবার, ১০ জুন, ২০২০
  • ৩৭৪ বার পড়া হয়েছে

মোরশেদ আলম, চাঁদপুর: চাঁদপুরে প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। সাথে সাথে আশঙ্কাজনকভাবে বাড়ছে মুত্যুর হারও। লকডাউন ও আক্রান্তের ভয়ে মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না।

এমন অবস্থায় মানুষ তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া অন্যান্য পণ্য ক্রয় কমিয়ে দিয়েছে। এতে অনেক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এসব ব্যবসায়ী পরিবার-পরিজনের খরচ মিটাতে মাক্স ও গ্লাভসের ব্যবসার দিকে ঝুকছে।

চাঁদপুরের বহু ব্যবসায়ী এখন তাদের পুরোনা ব্যবসা গুটিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই মাক্স ও গ্লাভসসহ স্বাস্থ্য সুরক্ষা সমাগ্রীর ব্যবসা খুলে বসেছে।

কসমেটিক্স ব্যবসায়ী ফজলূ জানান, দীর্ঘদিন কসমেটিক্স ব্যবসা করে আসছে। কিন্তু করোনা ভাইরাস ও লকডাউনে মানুষ কসমেটিক্স কিনছে না। তাই ২ মাস বন্ধর পর এখন সংসার চালাতে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই মাক্স ও গ্লাভসসহ স্বাস্থ্য সুরক্ষা সমাগ্রীর ব্যবসা খুলে বসেছে। এখন কোন রকম সংসার চলছে।

কালীবাড়ির পোষক ব্যবসায়ী মোশারফ জানান, লকডাউন ও করোনার কারনে ব্যবসা প্রতিষ্ঠ্ান বন্ধ তাই বধ্য হয়েই দোকানের সামনে মাক্স ও গ্লাভসসহ স্বাস্থ্য সুরক্ষা সমাগ্রীর ব্যবসা খুলে বসেছে। সংসার এখন ভালই চলছে।

ফুটপাতে বসে রহমান নামে একজন জানান, করোনার কারনে সে যে প্রতিষ্ঠানে চাকুরী করতো সে প্রতিষ্ঠান বন্ধ। তাই বাসা ভাড়া ও ছেলে-মেয়েদের খরচ মেটাতে ফুটপাতে মাক্স ও গ্লাভসসহ স্বাস্থ্য সুরক্ষা সমাগ্রী নিয়ে বসেছে। এখন কোন রকম চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD