1. sm.khakon0@gmail.com : udaytv :
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন

সোনারগাঁয়ে মাদকের ক্ষতিকর দিকসমূহ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোনারগাঁ (নারায়নগঞ্জ) প্রতিনিধি
  • বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

সোনারগাঁ (নারায়নগঞ্জ) প্রতিনিধি ॥ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাার্থীদের অংশগ্রহণে মাদক ও এর ক্ষতিকর দিকসমূহ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সোনারগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।

উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০জন বালক ও ২০০জন বালিকার অংশগ্রহণে মাদকের ক্ষতিকর দিক ও এর থেকে পরিত্রাণের উপায় এবং বাল্য বিবাহ, ক্ষতিকর দিক ও প্রতিরোধের উপায় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি আন্তরিক পরিবেশে উপস্থিত শিক্ষার্থীদের সাথে বাল্যবিবাহ ও মাদক নিয়ে মতবিনিময় করেন। তিনি তাঁর বক্তব্যে বিয়ের জন্য সরকার কর্তৃক নির্ধারিত বয়স, বাল্য বিয়ের কুফল ও প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন। বাল্য বিবাহ প্রতিরোধে জরুরী সেবা পেতে হট লাইন নম্বর ১০৯, ৩৩৩, ও ৯৯৯ এর ব্যবহার নিয়ে আলোচনা করেন।

উপস্থিত শিক্ষার্থীদের একাংশ।

নিজেদের বাল্য বিবাহ থেকে রক্ষা করার উপায়সমূহ নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন। তিনি মেয়েদের জীবনে পড়াশোনা শেষ করে নিজের আত্মপরিচয় তৈরি করে বিয়ে করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন ‘‘গড়বো মোদের পরিচয়, পরিচয়ের আগে বিয়ে নয়‘‘ পাশাপাশি তিনি মাদক কী, এ ক্ষতিকর দিকসমূহ এবং মাদক থেকে নিজেকে নিরাপদ রাখার উপায় নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন একজন মাদকাসক্ত ব্যক্তি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বোঝা। তাই নিজেদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে তবেই ভবিষ্যত সুনাগরিক হিসেবে উঠা সম্ভব। সে জন্য ‘‘মাদককে না, মাদককে না’’ বলতে হবে।

উপস্থিত শিক্ষার্থীরা সকলেই এ স্লোগানের সাথে একমত পোষন করে শপথ নেয়। সোনারগাঁ উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার’র সভাপতিত্বে ও ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিআর বিলকিসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ সেনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রাসেদুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন সুলতানা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD