এস এম খোকন॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের সূচনা করা হয়।
সকল সরকারী, আধা-সরকারি স্বায়ত্বশাসিত, বেসরকারী প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ব, মাকালকান্দি ও নজিরপুর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৯ ঘটিকায় বীরমুক্তিযোদ্ধাগণ, সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের প্রধান, পুলিশ, আনসার-ভিডিপি ও ফায়ার সার্ভিসের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় প্রতাকা উত্তোলন করা হয়।
পরে সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মাঠে বিজয় মেলা উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দিনের প্রথম প্রহরে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বানিয়াচং উপজেলা বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপির অংগসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিাসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার হাসিবুল হাসান শিপনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শামিমা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ এনামুল হক, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, যুবউন্নয়ন অফিসার মোঃ রেজাউল উল্লাহ প্রমুখ।
এছাড়া উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মোশাররফ হোসেন, বানিয়াচং ফায়ার সার্ভিসের ইনচার্জ মোস্তফা কামাল, ভারপ্রাপ্ত উপজেলা আনসার ভিডিপি অফিসার স্মৃতি রাণী, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দফতর প্রধানগণ উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply