বানিয়াচংয়ে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে আউশ প্রণোদনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল ) সকাল সাড়ে ১০ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১২ কৃষককে প্রত্যেককে ৫ কেজী বীজ ও ২০ কেজী সার প্রদান করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসাইন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, পিআইও মলয় কুমার দাসসহ কৃষাণ কৃষাণী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply