1. sm.khakon0@gmail.com : udaytv :
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২২ অপরাহ্ন

বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বণ্যাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

এস এম খোকন
  • সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বণ্যাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

“নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্যে বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বণ্যাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মার্চ) সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ এডভোকেট ময়েজ উদ্দিন শরিফ রুয়েল । বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার নুসরাত ফেরদোসীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী,

সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, ফরিদ আহমদ, মাসুদ কোরাশি মক্কী, সাদিকুর রহমান, এডভোকেট আসাদুজ্জামান খান, পান্না আক্তার আখি, সাজেদা খানম প্রমুখ।

এছাড়া উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের প্রধান ও মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে পরিচালিত বিভিন্ন তফতরে কর্মরত নারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলার ১৫টি ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। পরে একটি বণ্যাঢ্য শোভাযাত্রা উপজেলা সদর প্রদক্ষিণ করে।

প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ এডভোকেট ময়েজ উদ্দিন শরিফ রুয়েল বলেছেন, পৃথিবীতে যা কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক নর।

প্রত্যেকটি পুরুষের সফলতায় কোননা কোন নারীর ভূমিকা রয়েছে। যেমন আমার সফলতায় সবথেকে বেশী অবদান আমার মায়ের। মাননীয় প্রধানমন্ত্রীর স্মাট বাংলাদেশ বিনির্মাণে নারীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD