1. sm.khakon0@gmail.com : udaytv :
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন

বানিয়াচংয়ে বীমা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

এস এম খোকন
  • শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে বীমা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
সভাপতির বক্তব্য রাখছেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।

বানিয়াচংয়ে বীমা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “করব বীমা গড়ব দেশ, স্মাট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে বীমা দিবস উপলক্ষে শুক্রবার (০১ মার্চ) সকাল সাড়ে ১০ ঘটিকায় বানিয়াচং উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত একটি র‌্যালি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোনা সভায় সভাপত্বি করেন, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাসান আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের এজেডআই আনোয়ার হোসেন আলতু ও নিলুফা আক্তার, এজিএম এহসানুল মাহবুব, নাজমা আক্তার, রাশনো আক্তার, সীমা আক্তার ও আল বাহার বেগম, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের ডিজিএম মোছাঃ বিউটি আক্তার প্রমুখ।

এছাড়া বীমা কোম্পানিতে বিভিন্ন পদে কর্মরত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মেয়াদ পূর্ণ হওয়া ন্যাশনাল ইন্সুরেন্সের গ্রাহকদের মাঝে বীমা দাবী চেক বিতরণ করেন সভাপতি ও অতিথিবৃন্দ।

সভাপতির বক্তব্যে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেছেন, প্রত্যেকটি কোম্পানীতে কর্মরত বীমা কর্মীগণ দ্রুত সময়ের মধ্যে গ্রাহকদের মাঝে মরনোত্তার ও মেয়ায়দ পূর্ণ হওয়া বীমা দাবীগুলো পরিশোধ করার বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

আর এসব বিষয়ে কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে বীমা কোম্পানী গুলোর পক্ষ থেকে সকল বিষয়ে ট্রেনিং প্রদান করতে হবে । তিনি আরো বলেন বৃদ্ধ বয়সে অনেক বাবা মায়েরই আয়ের ব্যবস্থা না থাকায় কষ্ট করে জীবন যাপন করতে হয়। তাই নিজের জীবন ঝুকি মুক্ত রাখতে সামর্থ্য অনুযায়ী উপস্থিত সকলকে সরকারি পেনশন স্কীমে অংশ গ্রহন করার আহবান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD