1. sm.khakon0@gmail.com : udaytv :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

এস এম খোকন
  • বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

হবিগঞ্জের বানিয়াচংয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। প্রথম প্রহরে কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।

এসময় হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের পক্ষে সাংসদ ময়েজ উদ্দিন শরিফ রুয়েল, উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন।

সকাল ১০ ঘটিকায় শিক্ষার্থীদের অংশ গ্রহনে উপজেলা পরিষদ সভাকক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে ভাষা আন্দোলনে অমর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও পল্লী সঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুজিত দেবের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ ময়েজ উদ্দিন শরিফ রুয়েল,

বিশিষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাষ্টার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, এডভোকেট আসাদুজ্জামন খান তুহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হোসেন খান মামুন প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও গাছ তুলেদেন অতিথিবৃন্দ।

পরে যোহরের নামজের পর ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে উপজেলা জামে মসজিদে মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD