বানিয়াচংয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ ফুল প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার উত্তম কুমার দেব, ইউএনও অফিসের উপ-প্রশাসনিক অফিসার সুব্রত দেব, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুর রহমান খান, আবু ইউসুফ, মোঃ আওলাদ মিয়া, সাধনা রাণী সূত্রধর, তাজ উদ্দিন, এস এইচ রুবেল, সহকারী শিক্ষক ফজল উল্লা খান, আবুল মনসুর তুহিন, আনসার ও ভিডিপি ইন্সট্রাাক্টর স্মৃতি রানীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply