
সুলতানুল আরিফিন কাজল,নাটোরঃ নাটোরের লালপুর থেকে ইয়াবা এবং ফেন্সিডিলসহ বাবু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার আরজি বাকনার চর এলাকা থেকে ৫৮০ পিস ইয়াবা ও ৭ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটককৃত বাবু উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়ন এর মহড়কয়া গ্রামের আবু বক্কর সরকারের ছেলে।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি রাজিবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র্যাবের একটি অপারেশন দল উপজেলার আরজি বাকনার চর এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা সংরক্ষণ ও বিক্রয়কালে ৫৮০ পিস ইয়াবা এবং ৭ বোতল ফেনসিডিলসহ বাবুকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু ইয়াবা ও ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply