1. sm.khakon0@gmail.com : udaytv :
বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন

বানিয়াচংয়ে সরকার নির্ধারিত দামে পেয়াজ বিক্রি না করায় ১২ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড

হবিগঞ্জ প্রতিনিধি
  • সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৫২ বার পড়া হয়েছে

বানিয়াচংয়ে সরকার নির্ধারিত দামে পেয়াজ বিক্রি না করায় ১২ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) বিকালে বানিয়াচং উপজেলা সদরের বড়বাজার, গ্যানিংগঞ্জ বাজার ও আদর্শবাজারে আলাদা আলাদা মোবাইল কোর্ট পরিচালনা করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান ও সহকারী কমিশনার মোঃ সাইফুল ইসলাম।

এসময় সরকার নির্ধারিত দামে পেয়াজ বিক্রি না করায় ১২টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
একযোগে অভিযান পরিচালনা কালে বেশীরভাগ পেয়াজ ব্যবসায়ীরা দোকান দোকান বন্ধ করে পালিয়ে যায়।

মোবাইল কোর্টের বিচারক বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেছেন সরকার নির্ধারিত মূল্য ১২৫ টাকা দরে সকল ব্যবসায়ীকে পেয়াজ বিক্রি করতে হবে। অন্যতায় আইন অমান্যকারী যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এছাড়া সবজি থেকে শুরু করে প্রত্যেক ব্যবসায়ীকে মূল্য তালিকা টানানোর নির্দেশনা প্রদান করেছেন। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ও তিনি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD