1. sm.khakon0@gmail.com : udaytv :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন

নাটোরো করোনা জয়ী ২৩ পুলিশ সদস্যকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা

Reporter Name
  • সোমবার, ৮ জুন, ২০২০
  • ৩৩৬ বার পড়া হয়েছে
সুলতানুল আরিফিন কাজল,নাটোরঃনাটোরে করোনা ভাইরাস সংক্রমণ জয় করা ২৩ পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা দিয়েছে নাটোর জেলা পুলিশ।
আজ সোমবার (৮ জুন) দুপুরে নাটোর পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশ সুপার লিটন কুমার সাহা তাদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ফুলের শুভেচ্ছা শেষে তাদের মিষ্টি মুখ করানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাতসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জদ্বয়।
সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, মানুষের কল্যাণে জীবন বাজি রেখে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে কাজ করছে পুলিশ সদস্যরা। তাদের সুরক্ষার ব্যবস্থা গ্রহন, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কার্যকর সকল পদক্ষেপ গ্রহন করেছে জেলা পুলিশ। যে কোন জরুরী পরিস্থিতি মোকাবেলায় এম্বুলেন্স, কুইক রেসপন্স টিম, থানা কেন্দ্রিক আইসোলেশ সেন্টার প্রস্তুত রয়েছে। আমাদের সার্বক্ষণিক সাহস ও সমর্থন প্রদান এবং নিজেদের মনোবল চাঙ্গা থাকায় করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যরা সুস্থ্য হয়ে ফিরে এসেছেন এবং আজ থেকে তাঁরা সকলেই আবার দেশের কল্যাণে ও মানুষকে নিরাপদ রাখতে কাজ শুরু করবেন।
করোনা জয়ী নাটোর জেলা পুলিশের এক ইন্সপেক্টর, চার সাব-ইন্সপেক্টর, তিন এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, ১৩ কনোস্টেবলসহ ২১ জন এবং ইন্ড্রাশট্রিয়াল পুলিশের এক সদস্য ও থানায় কর্মরত বিশেষ আনসারের এক সদস্য রয়েছেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন জানান, ইন্ড্রাশট্রিয়াল পুলিশের এক সদস্য ও  এক  আনসরসদস্য সহ জেলায় কর্মরত ২৪ পুলিশ করোনা সংক্রমিত হন। এরমধ্যে করোনা জয়ী হয়েছেন ২৩ জন।  এদের  মধ্যে ১২ জন সিংড়া থানায় এবং ৯ জন বড়াইগ্রাম থানায় কর্মরত। অপর দুই জন নলডাঙ্গা থানার। লালপুর থানায় কর্মরত একজন পুলিশ সদস্য এখনও কোয়ারেন্টাইনে রয়েছেন।
এদিকে জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানাযায়,৭ জুন পর্যন্ত নাটোর জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ জন। এরমধ্যে ২৩ পুলিশ সহ সুস্থ্য হয়েছেন ৩৯ জন। একজন রেজাল্ট আসার আগেই মৃত্যু বরণ করেছেন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ২৬ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD