1. sm.khakon0@gmail.com : udaytv :
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

এস এম খোকন
  • সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৪ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

“শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যে আয়োজিত র‌্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম।

রবিবার (১০ ডিসেস্বর) দুপুরে বানিয়াচং উপজেলা প্রশাসনর ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে ও ব্র্যাকের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অফিসার নুসরাত ফেরদৌসীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম প্রধান,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ব্র্যাক আইডিপি ম্যানেজার উম্মে হাবিবা, এরিয়া ম্যানেজার হামিদা আক্তার, বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম, জয়িতা মোছাঃ সাবানা আক্তার, মোছাঃ লিজা আক্তার. জাহেদা আক্তার, পিউলি খানম প্রমুখ। পরে বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত ৫ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়। এছাড়া দিবসের শুরুতেই জয়িতা ও অতিথিবৃন্দের সমন্বয়ে একটি র‌্যালি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম বলেছেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন হলেন একজন বাঙ্গালী চিন্তাবিদ, প্রাবন্ধিক, উপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙ্গালী মুসলিম নারী জাগরণের অগ্রদূত। আজ নারীদের এই উন্নত শিখরে পৌছার ক্ষেত্রে একমাত্র প্রেরনাই হচ্ছেন বেগম রোকেয়া। বেগম রোকেয়ার মতো জীবন গঠনে উপস্থিত সকল নারীদের প্রতি আহবান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD