হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে করোনা দূর্যোগে ভিটামিন সি সমৃদ্ধ গাছের চারা রোপন করা হয়েছে।
বানিয়াচং উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নে ০৮ জুন সোমবার উপজেলা সদরের মীরমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপন করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, মীরমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, প্রধান শিক্ষক সুজিত বিশ্বাস, ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক মখলিছ মিয়া, সহকারি শিক্ষক আফরোজা বেগম, হাসিনা আক্তার, উপজেলা চেয়ারম্যানের সিএ ফয়জুর রহমান রুবেল।
চারা রোপন শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গনে নির্মানাধীন শহিদ মিনারের কাজ পরিদর্শন করেন। বিদ্যালয়টি ফলাফল ও পরিবেশের দিকথেকে উপজেলার শীর্ষে অবস্থান করায় প্রধান অতিথি সভাপতিসহ পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকদের প্রশংসা করেন এবং শিক্ষার গুণগত মান ধরে রাখতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply