হবিগঞ্জের বানিয়াচংয়ে নবাগত জেলা প্রশাসক দেবী চন্দ‘র মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বানিয়াচং উপজেলায় কর্মরত কর্মকর্তা, রাজনীতিবিদ, বীরমুক্তিযোদ্ধা,স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ.সুশীল সমাজ,সাংবাদিক,নাগরিক সংগঠন,এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের প্রতিনিধিদের সাথে হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দেবী চন্দ বলেছেন,আমাদের জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বিশ্বের মধ্যে আমাদের দেশের অবস্থান গড়ে তুলতে হলে সুশিক্ষিত ও দক্ষ জনবল ছাড়া সম্ভব নয়। বিদ্যালয়ে কোন শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে আসতে পারবেনা।
মোবাইলে যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে। তিনি এ সময় আরও বলেন,হাওরের দেশীয় মাছের বংশ আগামীতে যারা নির্বংশ করতে চাইবেন তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।
মঙ্গলবার (২৯ আগস্ট) দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ শেষে বিকালে বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ও ফারুক আমীন, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা এনামূল হক, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সাধারন সম্পাদক কামরুল হাসান কাজল, শেখ সামছুল হক কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল হক,উপজেলা শিক্ষা কর্মকর্তা (চঃ দাঃ) কবিরুল ইসলাম,পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার সুদীপ কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এমদাদুল হক, ইয়াসিন আরাফাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম খলিলুর রহমান রাজু, বিভিন্ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষক নেতৃবৃন্দ। পরে ২০ জন হরিজন সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন প্রধান অতিথি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply