1. sm.khakon0@gmail.com : udaytv :
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন

পর্যটন কেন্দ্র গুলো উন্নয়নের লক্ষ্যে সরকার আন্তরিক : বিভাগীয় কমিশনার ড. মোশারফ হোসেন

এস এম খোকন
  • মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৩৬৭ বার পড়া হয়েছে
পর্যটন কেন্দ্র গুলো উন্নয়নের লক্ষ্যে সরকার আন্তরিক : বিভাগীয় কমিশনার ড. মোশারফ হোসেন
প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পর্যটন, নদী খননসহ সকল ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে সরকার আন্তরিক। বিশেষ করে নদী ও খাল খননের পাশাপাশি পর্যটন কেন্দ্র গুলো নিয়ে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প গ্রহন করা হয়েছে।

সভাপতির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

তিনি বলেন নদী ও খাল খনন হলে সেচ কাজের সুবিধাসহ, এলকায় দেশীয় মাছ বৃদ্ধি ও অকাল বণ্যা থেকে রক্ষা পাবে এলকাবাসী। আর বানিয়াচংকে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে পারলে এলাকার সার্বিক উন্নয়ন ও প্রচুর লোকজনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি বানিয়াচং উপজেলা প্রেসক্লাব’র সভাপতির প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর ঘোষনার বাস্তবায়নে বানিয়াচংয়ের সাগরদীঘিকে পর্যটনে রূপ দিতে সংশ্লিষ্ট দপ্তর কাজ করে যাচ্ছে বলে জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখছেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।

তিনি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী মহুদয় এ বিষয়ে খুবই আন্তরিক বলে জানান। এছাড়া আইন-শৃঙ্খলার উন্নয়নে প্রশাসনের পাশাপাশি, জনপ্রতিনিধিসহ সকলকে একযোগে কাজ করার আহবান জানান তিনি। তিনি আরো বলেন সোনার বাংলা গড়তে সরকারি কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকল একযোগে কাজ করতে হবে।

০৬ জুন মঙ্গলবার বিকাল আড়াই ঘটিকার সময়  হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

স্বাগত বক্তব্য রাখছেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।

হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, আব্দুল আহাদ, ফরিদ উদ্দিন প্রমুখ। এছাড়া, জেলা ও উপজেলায় বিভিন্ন দফতরে কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এপূর্বে বিভাগীয় কমিশনার উপজেলার কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়, মারখুলি বাজার, নতুনবাজার ওয়ার্কফস্টেট অফিসসহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD