হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
০৫ জুন সোমমার সকাল সাড়ে ১১ ঘটিকার সময় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে “প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে” এ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন তালুকদার, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবসভাপতি এস এম খোকন, ১১ নং মক্রমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ, বীরমুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, এডভোকেট আসাদুজ্জামান খান, সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুল হালিম সুহেল প্রমুখ। এছাড়া, ইউএনও অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা সুব্রত দেব, ইউপি সদস্য আব্দু শাহেদ মিয়া, বিভিন্ন অফিস প্রধান, ও সুশিল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে। নির্দিষ্ট স্থান ব্যতীত যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে সকলকে বিরত থাকতে হবে।
অপরিকল্পিত ভাবে গাছ কাটা, বাড়ীর আনাচে কানাচে খাল ও পুকুর ভরাট করাসহ, প্লাস্টিক এবং পলিথিন ব্যবহার থেকে বিরত থাকতে সকলের প্রতি আহবান জানান তিনি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply