1. sm.khakon0@gmail.com : udaytv :
বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন

বানিয়াচংয়ে অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ভস্মিভুত

এস এম খোকন
  • বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১৪৬ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ভস্মিভুত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের ইকরাম বাজারে অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৩০মে) রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ৪টি মুদি মালের দোকান, ৩টি সেলুন, ১টি ইলেক্ট্রনিক্স ও ১টি ফার্মেসী দোকানের মালামাল পুড়ে যায়।

জানাযায় বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়িতে চলে গেলে হঠাৎ হাফিজ মিয়ার মুদি মালের দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে পাশ্ববর্তী অন্যান্য ব্যবসায়ী ও এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। কিন্তু মুহুর্তেই আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৭০ লাখ টাকার উপরে হবে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন।
মুদি মাল ব্যবসায়ী নিকেশ দাশ, হেমরাজ দাস, হাফিজ মিয়া ও রিপন চক্রবর্তী, সেলুন ব্যবসায়ী অজিত দাস, ভানু শীল, কাজল শীল, ফার্মেসী ব্যবসায়ী অঙ্গদ দাস ও ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী সনজিত দাসের দোকান সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।

এব্যাপারে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে আমারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি । যদি আমরা সময় মতো না যেতে পারতাম তাহলে আগুন পুরে বাজারে ছড়িয়ে পরতো।

স্থানীয়রা বলছে আগুনের সুত্রপাত নাকি একটি মুদি মালের দোকানের সর্টসার্কিট থেকে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এতো বেশি হবে না।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD