চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে করোনায় আক্রান্ত ও উপসর্গে আরো ৩ জনের মৃত্যু।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় শহরের গুণরাজদীর এ কে এম মোশাররফ হোসেন (৬০) , সদর উপজেলার লক্ষ্ীপুর মডেল ইউনিয়নের কমলাপুর গ্রামের পল্লী চিকিৎসক আঃ সোবহান খান (৭০) ও হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বকুলতলা মাঝি বাড়ির মৃত মনমোহন দাসের ছেলে কার্তিক দাস (৫৫) জ্বর, শ্বাস কষ্ট নিয়ে মারা যায়।
অপরদিকে, গত ২৪ ঘন্টায় চাঁদপুরে আরো ১৭জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরের ৬জন, মতলব দক্ষিণের ৪জন, হাজীগঞ্জের ৩জন, ফরিদগঞ্জের ৩জন, হাইমচরের ১জন রয়েছেন। এর মধ্যে হাজীগঞ্জে উপসর্গে মৃত মোঃ জাহাঙ্গীর (৫৫)ও রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৭৫জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ জানা গেছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply