হবিগঞ্জের বানিয়াচং-হবিগঞ্জ সড়কে সিএনজি ( অটোরিক্সা) ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মৃত রাজা মিয়ার পুত্র মজনু মিয়া (৪০) ও একই গ্রামের মৃত আব্দুল আওয়াল মিয়ার স্ত্রী নুর জাহান বেগম (৫০) সহ ২ জন নিহত হয়েছেন । এতে আরো ৩ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকাল বিকালে জেলা সদর হবিগঞ্জ যাওয়ার পথে শুটকী নদী সংলগ্ন মোড়ে বেপরোয়া পিকআপ ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ হলে তারা নিহত হন।
প্রায়ই এ সড়কে এসব দূর্ঘটনা ঘটছে। ফলে পঙ্গুত্ববরণসহ অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। সচেতন মহলের ধারণা বেশীরভাগ যানবাহনের চালকের ড্রাইভিংলাইসেন্স নেই।
এরা শুধু বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়েই দূর্ঘটনা কবলিত হচ্ছে। এদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করলে সড়ক দূর্ঘটনা অনেকাংশে কমে যাবে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব বলেন দূর্ঘটনা রোধে ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র বিহীন কোন যানবাহন এ সড়কে চলতে দেয়া হবেনা। এদের বিরুদ্ধে দ্রুতই অভিযান পরিচালনা করার ঘোষনা দেন তিনি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply