1. sm.khakon0@gmail.com : udaytv :
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

মানবপাচার মামলায় বানিয়াচংয়ের ভাইস চেয়ারম্যান কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি
  • সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২৫৬ বার পড়া হয়েছে
মানবপাচার মামলায় বানিয়াচংয়ের ভাইস চেয়ারম্যান কারাগারে

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক আমীন তালুকদারকে মানবপাচার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (৯এপ্রিল) সংশ্লিষ্ট আদালতে মোঃ ফারুক আমীন তালুকদার হাজির হলে আদালত তার চাচাসহ দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানাযায়,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সুদীপ্ত দাসের আদালতে নিয়মিত হাজিরা না দেয়ায় সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয়। রবিবার আদালতে ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও তার চাচা ইসমাইল হোসেন হাজিরা দিয়ে জামিন প্রার্থনা করলে বিচারক জামিন না মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৬ সালে বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে এক ব্যক্তি মোঃ ফারুক আমীন তালুকদার ও তার চাচা ইসমাইলের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করেন। তখন মামলার সমন পেয়ে আদালতে হাজির হয়ে জামিন নেন তারা। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অডভোকেট আবুল হাশেম মোল্লা মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD